বাজারে আসুসের নতুন ভিভোবুক 

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৯  
স্লিক এবং কালারফুল ডিসাইনের সাথে আপটুডেট কনফিগারেশনের জন্য শিক্ষার্থীদের কাছে আগে থেকেই পরিচিত ভিভোবুক। এবার এই মডেলের এস সিরিজের ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এসেছে বাংলাদেশে আসুস অনুমোদিত একমাত্র পরিবেশক গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। দেশের প্রযুক্তিবাজারে ল্যাপটপিটির কোর আই ফাইভ এবং কোর আই সেভেন ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাচ্ছে। এতে অষ্টম জেনারেশনের ইন্টেল কোর আই ফাইভ এবং সেভেন সিরিজের প্রসেসরের সাথে ২জিবি এনভিডিয়ার এক্সটার্নাল গ্রাফিক্স চিপ রয়েছে। এছাড়া ১ টেরাবাইট ম্যাস স্টোরেজের সাথে রয়েছে ২৫৬জিবি এসএসডি সাপোর্ট। আকর্ষণীয় এবং স্লিক ডিসাইনের এই ল্যাপটপটি পাওয়া যাবে ট্রান্সপারেন্ট সিলভার, মস গ্রিন, গান মেটাল গ্রে, কোবাল্ট ব্লু, পাঙ্ক পিংক এই ৫ টি কালারে পাওয়া যাচ্ছে। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপটি বাংলাদেশের সকল আসুস ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাচ্ছে।